বাইনারি থেকে দশমিক সংখায় রূপান্তর:
বাইনারি থেকে দশমিকে রূপান্তরের ক্ষেত্রে বাইনারি সংখ্যার প্রতিটি ১ এর স্থানীয় মান যোগ করে সমকক্ষ দশমিক
মান নির্ণয় করা হয়।
বাইনারি সংখ্যা পদ্ধতি -------------------------------> দশমিক সংখ্যা পদ্ধতি
বেজ ২ বেজ ১০
পূর্ণাংশের ক্ষেত্রে-
১০১০১২ =১×২৪+০×২৩+১×২২+০×২১+১×২০
= ১৬+৪+১=২১১০
এখানে বাইনারি নাম্বার এর মোট অঙ্ক ৫ টি। তাই বেজ এর ঘাত হবে ৫-১=৪ থেকে ০ পর্যন্ত।যত ডানে যাবে ঘাত ১ করে কমতে থাকবে। আর শুন্য ছাড়া যে কোন অঙ্কের ঘাত শুন্য হলে তার মান ১ হয়।
ভগ্নাংশের ক্ষেত্রে-
০.১০১২=১×২-১+০×২-২+১×২-৩
=১/২+০+১/৮
=.৫ + .১২৫
=.৬২৫১০
এখানে বাইনারি সংখ্যার মোট অঙ্ক ৩ টি। তাই বেজ এর ঘাত
হবে -১ থেকে -৩ পর্যন্ত।যত ডানে যাবে ঘাত -১ করে বাড়তে থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন