কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করার কিছু যৌক্তিক কারণ আছে।
কারণ গুলো নিম্নে বর্ণিত হল-
আমরা আমাদের সকল গাণিতিক হিসাব করতে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। এ জন্য আমাদের ১০ টি অংক (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯) প্রয়োজন হয়। কিন্তু কম্পিউটার সকল কাজ ইলেক্ট্রিক্যাল সিগনাল এর সাহায্যে করে থাকে।
আর ইলেক্ট্রিক্যাল সিগনাল এ দুটি মাত্র ডাটা থাকতে পারে high এবং low ভোল্ট। তাই ইলেক্ট্রিক্যাল সিগনাল এর সাহায্যে দশমিকের ১০ টি অংক প্রকাশ করা সম্ভব নয়।
কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি সঙ্কেত বা অংক থাকে ০ আর ১। এজন্য বাইনারি সংকেতকে কে খুব সহজেই ইলেক্ট্রিক্যাল সিগনাল এর সাহায্যে প্রকাশ করা যায়।
বাইনারি পদ্ধতিতে মাত্র দুটি অংক তাই ইলেক্ট্রিক সার্কিট ডিজাইন সহজ।
ইলেক্ট্রনিক বা ডিজিটাল যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে। যেমন- একটা সুইচ সুধু মাত্র অন অথবা অফ হতে পারে যা বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে মিলে যায়।
এ সকল কারণে কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন