বুধবার, ২২ এপ্রিল, ২০২০

নেটওয়ার্ক টপোলজি কি? উহা কত প্রকার ও কি কি?


নেটওয়ার্ক টপোলজিঃ

নোড এবং সংযোগকারী লাইন বা তারের মাধ্যমে প্রেরক এবং রিসিভারের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্কের বিন্যাসকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়।

বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি নিম্নে দেয়া হল -

  1. স্টার নেটওয়ার্ক টপোলজি

  2. বাস নেটওয়ার্ক টপোলজি

  3. রিং নেটওয়ার্ক টপোলজি

  4. মেশ নেটওয়ার্ক টপোলজি

  5. ট্রি নেটওয়ার্ক টপোলজি

  6. হাইব্রিড নেটওয়ার্ক টপোলজি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

প্রোগ্রামিং ভাষা

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি নির্দেশাবলীর সেট কে সংজ্ঞায়িত করে, যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে একসাথে সংক...