ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পীডঃ
এক ডিভাইস থেকে অন্য ডিভাইস বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।
এই ট্রান্সমিশন স্পীড কে অনেক সময় ব্যান্ডউইথ বলা হয়।
আর ব্যান্ডউইথ বিট পার সেকেন্ডে হিসাব করা হয়।
ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন স্পীডকে তিন ভাগে ভাগ করা হয়। যেমনঃ-
ন্যারো ব্যান্ড
ভয়েস ব্যান্ড
ব্রড ব্যান্ড
নিম্নে বিস্তারিত আলোচনা করা হল-
ন্যারো ব্যান্ডঃ ন্যারো ব্যান্ড সাধারণত ৪৫ থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে। ধীর গতিতে ডেটা স্থানান্তরের জন্য এই ব্যান্ড ব্যবহার করা হয়।
ভয়েস ব্যান্ডঃ ফ্রিকোয়েন্সিগুলির ব্যাপ্তি সাধারণত মানুষের কাছে শ্রবণযোগ্য। এই ব্যান্ডের ডেটা স্থানান্তর গতি ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়।
ব্রড ব্যান্ডঃ ব্রডব্যান্ড হল প্রশস্ত ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন যা একাধিক সিগন্যাল এবং বিভিন্ন ট্রাফিক পরিবহন করে। এই ব্যান্ড ডেটা স্থানান্তর গতি উচ্চগতি সম্পন্ন যা কমপক্ষে ১Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। ব্রড ব্যান্ড ডেটা ট্রান্সমিশনে সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন