টুইস্টেড পেয়ার ক্যাবলঃ
দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়। পেঁচানো দুটি তার কে পরস্পর থেকে পৃথক রাখার জন্য মাঝে একটি অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। এই ধরনের ক্যাবলে সাধারণত মোট ৪ জোড়া তার ব্যবহার করা হয়ে থাকে। প্রতি জোড়া তারের মাঝে একটি সাধারণ বা কমন রংয়ের তার থাকে এবং অপর তার গুলো ভিন্ন ভিন্ন রংয়ের হয়। এ জোড়ের তারের জন্য ফ্রিকোয়েন্সি ব্যাপ্তি ০ থেকে ৩.৫ KHz।
গঠন চিত্র:
খুব শীঘ্রই আসছে .......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন