বুধবার, ২২ এপ্রিল, ২০২০

ডেটা কমিউনিকেশনের উপাদান বা অংশসমুহ কি কি বর্ণনা কর।


ডেটা কমিউনিকেশনের পাঁচটি উপাদান রয়েছে। যেমন -

  1. উৎস

  2. প্রেরক

  3. কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম

  4. গ্রাহক বা প্রাপক

  5. গন্তব্য

নিম্নে বিস্তারিত আলোচনা করা হল -

  1. উৎসঃ যে ডিভাইস হতে ডাটা পাঠানো হয় তাকে উৎস বলে। যেমন - কম্পিউটার, টেলিফোন ইত্যাদি।

  2. প্রেরকঃ উৎস হতে ডেটা নিয়ে প্রেরক যন্ত্র কমিউনিকেশন মাধ্যমে পাঠায়। যেমন - মডেম।

  3. কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যমঃ যার মধ্যদিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলে। এই মাধ্যম হিসেবে তার, টেলিফোন লাইন , রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট প্রভৃতি ব্যবহার করা হয়।

  4. গ্রাহক বা প্রাপকঃ কমিউনিকেশন চ্যানেলে বা মাধ্যমে ডাটা যার কাছে পাঠানো হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। যেমন- মডেম।

  5. গন্তব্যঃ সর্বশেষ গন্তব্য হিসেবে সার্ভার, পার্সোনাল কম্পিউটার ব্যাবহার করা হয়।

চিত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured Post

প্রোগ্রামিং ভাষা

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি নির্দেশাবলীর সেট কে সংজ্ঞায়িত করে, যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে একসাথে সংক...