অক্টাল কোড:
অক্টাল সংখ্যার প্রতিটি অংককে বাইনারি সংখ্যার তিন বিটের গ্রুপ দ্বারা সমতুল্য বাইনারি সংখ্যায় প্রকাশ করাকে অক্টাল কোড বলে।
অক্টাল পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এই কোড ব্যবহৃত হয়। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৭ মোট ৮ টি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য ৩ টি বাইনারি অংক প্রয়োজন। সুতরাং ৩ টি বিট দ্বারা ২^৩ অর্থাৎ ৮ টি ভিন্ন অবস্থা নির্দেশ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন