রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ নিম্নে বর্ণনা করা হল-
সহজে টেবিল তৈরি করে ডেটা এন্ট্রি করা যায়।
সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডেটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
অসংখ্য ডেটার মধ্য হতে প্রয়োজনীয় ডেটাকে খুঁজে বের করা যায়।
ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়।
সহজে নানা ফরম্যাটের রিপোর্ট ও লেবেল তৈরি ও তা মুদ্রণ বা প্রিন্ট করা যায়।
সহজে অন্য প্রোগ্রাম থেকে ডাটা এনে ব্যবহার করা যায়।
সহজে অ্যাপ্লিকেশান সফত্বারে/ প্রোগ্রাম তৈরি করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন