কম্পিউটার সিস্টেম এ অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রয়োজনীয়তা নিম্নে আলোকপাত করা হল-
তোমরা ইতিমদ্ধে নিশ্চয় জেনেছ যে, কম্পিউটারের অভ্যন্তরীণ সমস্ত কাজ এক মাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিতেই হয়। অভ্যন্তরীণ কাজের ব্যাখ্যার জন্য অসংখ্য 0 এবং 1 বিটের প্রয়োজন।
আর 0 এবং 1 দ্বারা অভ্যন্তরীণ কাজের বর্ণনা করাতে ভুলের সম্ভাবনা খুব বেশি। এ ছাড়া খুবই বিরক্তিকর। এ জন্য অক্টাল এবং হেক্সাডেসিমেল পদ্ধতিদ্বয়কে সাধারণত বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা হয়।
কারণ কোন প্রকার জটিল হিসাব ছাড়াই বাইনারি সংখ্যা কে অক্টাল ও হেক্সাডেসিমেলে পরিবর্তন করা যায়। যেমন-
বাইনারির প্রতি তিন ডিজিট কে একত্রে নিয়ে (যেমন- ১১১ ১১০ ১০১ ১০০ ০১১ )কে অক্টাল ৭ ৬ ৫ ৪ ৩ এবং বাইনারির প্রতি চার ডিজিট কে একত্রে নিয়ে( যেমন- ০০০০ ০০০১ ০১১১ ০০০১ ০১১১ ০০০১ ০০১০ ০০১১ ০০১০ ০১০০ ০১০০) কে হেক্সাডেসিমেল ০ ১ ৭ ১ ৭ ১ ২ ৩ ২ ৪ ৪ এভাবে প্রকাশ করলে বুঝতে সুবিধা হয়।
কিন্তু বাইনারিতে এত গুলো ডিজিট মনে রাখা অনেক কঠিন কাজ। এই কারণে কম্পিউটার সিস্টেমে বাইনারির পাশাপাশি অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা্রও অনেক গুরত্ব ও প্রয়োজনীয়তা আছে।